সম্পর্কে বিশ্বাস না থাকলে
সম্পর্ক ভালোবাসার শিখর ছোঁয় না
তুমি শুধু আমার, আমি শুধু তোমার
অধিকারবোধ জন্মায় না


তিলে তিলে সম্পর্কের অযত্ন,
দু চোখে অনন্ত ঘুমের স্বপ্ন
হাতের মুঠোয় অশ্রু ঢেকে
কোথাও ভালোবাসা জীবন্ত
মেয়ে তবু অবহেলা দিয়েই
গড়ছে সুখের ঘর
এ যেনো কর্মফল,
কাছাকাছি তবু পর !


তেরো বছর বয়সে লিখেছিলো কাউকে
'যে তোকে বাসবে ভালো তার সংসার তাসের ঘর'  
বোঝেনি অবুঝ মন,  
শত দূরত্বের মাঝে আজও গাঁট বাঁধা পরস্পর
একলা কোথাও কাঁদে সে, ঐ আকাশ দেখছে চেয়ে
হয়ত পুড়ছে তাই
তার 'জলপরী' তার 'আদ্রিতা' তার পুতুল যে...


এসব গল্প থাক
আজ দেয় না কেউ ভালোবাসার দাম
তবু কোথা যেন তার কণ্ঠেই জন্ম নিয়েছিল 'প্রিয়া' নাম ।


২১ শে জুন, ২০১৪