অচিন দেশে খোকাখুকুর অনেক জারিজুরি
কখনো হয় ছেলে-যুবক কখনো সাজে বুড়ি
ইচ্ছে হলে নিজের মত চলেন দিনে-রাতে
খোকা চলেন দুলকি চালে খুকি চলেন সাথে।
চষে বেড়ান ডোবা পুকুর, যতো সবুজ গাছ-
ছিপের ডগা গেঁথে তোলেন অনেক বড় মাছ
দেখতে গিয়ে ভিরমি খেলো গায়ের শ্যামা খুকি
ভাবছে তারা মাছ ধরাটা ছিল বিশাল ঝুঁকি।
খুকির গায়ে দোলাইখানা কে দিলেন যে পরে!
প্রজাপতির রঙিন ডানা আলোর ধারা ঝরে।
রুপকথার সবুজ মাঠে ব্যাঙমাদের ঘর-
মাঠের পাশে গাছের ডালে থাকেন দিনভর।
অচিন দেশে খোকাখুকির একটুও নেই ভয়
কেমন করে করছে তারা ব্যাঙমাদের জয়?
সেই দেশেতে আরো যেসব থাকেন পশু পাখি
আঁধার পেলে রাতের বেলা করেন ডাকাডাকি।


খোকাখুকির অচিন দেশে সকল কিছু ভালো
সেখান হতে নিত্য নতুন জ্বালায় তারা আলো।