সিংহরিণ আর গিরগিটিয়া এসব নেই যার জানা
হুকোমুখো, কুমড়োপটাশ, রামগড়ুরের ছানা-
আরো আছে আজব দেশে কারাকোরাম পর্বত
সেথায় যাবার আগে তোমায় খেতে হবে শরবত
কারণ সেথায় হ্যাংলাথেরি, গোমড়াথেরি আছে
ল্যাগব্যাগনিস আর কটকটোডন আসে তেড়ে কাছে।
আজব দেশে আরো আছেন কাতুকুতু বুড়ো
খ্যাংরা আঙ্গুল, পালক আছে, আছে না কি শুড়ও।
সুড়সুড়ি দেয়, খোঁচাও মারে ঐ পাঁজরের হাড়ে
তাই তো বলি যাসনে রে কেউ ওদের কাছে ধারে।
আর যেখানে যাও না রে ভাই সপ্তসাগর পার,
কাতুকুতু বুড়োর কাছে যেও না খবরদার!
পাগলা দাশু'র দেখা পাবে সেথায় মাঠে-ঘাটে
আজব সকল কান্ড করে পথের বাজার হাটে।
তিন-বাঁকা শিং ট্যাঁশ গরুটা আকাশ পানে উড়ে
একটুকু ছোঁও দেখবে তখন ছুটে আরো জোরে।
বোম্বেগড়ের রাজা থাকেন আমসত্ব রোজ খেয়ে
রাজসভাতে হঠাৎ তিনি ওঠেন কি সব গেয়ে!
দ্রিঘাংচু কাক ধরতে হবে শুরু হয় তোলপাড়
অমনি সবাই ছুটল কোথায়? পায়না ধরা তার।
ছায়ার সাথে কুস্তি চলে, ছায়ার কেনা-বেচা
খাঁচায় পুরে পাখির ছায়া ভেবে হুতুম পেঁচা।
আইনও আছে গোঁফ চুরি হয় হেড অফিসের বুড়ো
আজব না কি! কল বানায় সে চন্ডীদাসের খুড়ো।
ভাবছ তুমি আজব এসব কোথায় পাওয়া যায়
জানতে হলে সবার আগে পড় সুকুমার রায়।