শরৎকালে শারদীয় উৎসব করছিলে উপভোগ
হেমন্তে এবার হচ্ছে বলে- হৈমন্তী পূজা হোক-
শিউলীও নেই, কাশফুলও নেই, পদ্মও নেই বিলে
সাদা মেঘের নেই তো ভেলা দূর আকাশের নীলে।


মায়ের যেমন অভিরুচি সময় পরিবর্তন-
হেমন্তে তাই হৈমন্তী রূপ, দিচ্ছে এবার দর্শন।
দশভুজা মা গো তুমি যে রূপেতে এসো
সবার মনে শান্তি দিও, একটু ভালোবেসো।


শরৎ শেষে শারদীয় হয়? জাগছে মনে ইচ্ছা-
সকলকে তাই এবার জানাই হৈমন্তীয় শুভেচ্ছা।