গরিব আমি; গত দু'দিন পাইনি খেতে ভাত
                লজ্জা শরম ভুলে
                হইছি জড়োসড়ো,
                চাইছি দু'হাত তুলে
                একটু রহম করো
হে দয়াবান, দয়াল তুমি দাও কিছু খয়রাত।


গত মাসের মৃত লোকের কাফফারা যা পাই
          সেই খাবারে দিন যে কাটে
          বেশ আরামে ছিলাম বটে,
          যাইনি কোথা বাজার হাটে
             এখন দেখি বিপদ ঘটে
দু'দিন থেকে অনাহার যে খাবার ঘরে নাই।


তোমরা যারা মানুষ আছ একটু দয়াবান
          তোমার কাছে এই যাচনা
           নইলে প্রাণ আর বাঁচেনা
           দয়া করেন আমার তরে
           নয়তো আমি যাব'ই মরে
আমার প্রাণ বাঁচবে তবে করলে কিছু দান।