তেরো একে হয় তেরো
চকমাটি হাতে ধরো
আর এক মনে বই পড়ো|


তেরো দু'গুনে ছাব্বিশ
পড়ায় বসে কি ভাবিস!
অন্য সকল ভাবনা  ছাড়ো|


তিন তেরো ঊনচল্লিশ
ব্যথায় করো মালিশ
রোগটা আগে নির্নেয় করো|


চার তেরো বায়ান্ন
ভুখাকে দাও অন্ন
তোমরা দীনকে দান করো|


পাঁচ তেরো পয়ষট্রি
মানব জীবন খাঁটি
রাসুলের নাম জপ করো|


ছয় তেরো আটাত্তর
বাংলা জন্মে একাত্তর
সকলকে নিয়ে দেশ গড়ো|


সাত তেরো একানব্বই
পড় তোরা সব বই
জ্ঞানের ভিত্তিটা আগে গড়ো|


আট তেরো একশোচার
মন কেন কর ভার!
সময়ে কাজ সময়ে করো|


নয় তেরো একশোসতের
শেষ নয় আছে আরো
বেশি করে সব বই পড়ো|


দশ তেরো একশত্রিশ
চৌদ্দের ঘর পড়িস|
সর্বদা কুসঙ্গ ত্যাগ করো|