যেখানে তোর জন্ম হলো
প্রথম দেখলি অালো,
সেখানে কেউ হলোনা অাপন
বাসলো না কেউ ভালো।


জীবন বাঁচাতে ছাড়লি গ্রাম
নিজেই হলে পরবাসি,
আপন বলে ডাকলনা কেউ
বলল না ভালোবাসি।


জীবিকার টানে ছাড়লি ঘর
বসত গড়লি বাইরে,
আপন জীবন চলছে দেখ
করে তাইরে নাইরে।


এজগতে কত জনাই আজ
কত ভাবেই চলে,
একাই শুধু তোমার জীবন
ভাসে নয়ন জলে।


করলি কত সইলি কত আজ
এই জীবনের জন্য,
তবু সুখ বিমুখ জীবন তোর
হয়না কোথাও ধন্য।


সুখের জীবন করতে যাপন
মারালি কত পথ,
তবু সুখ অধরা আজ তোর
আসে শুধুই বিপদ।