বাংলায় ধ্বনিত হয়েছিল যে বজ্রকণ্ঠ
আখের গোছানো চিৎকারে আজ
হারিয়ে গেছে সেই শঙ্খনাদ।
দেশ প্রেমের বিশ্বায়নে মানুষ বহুরূপী
গিরগিটিও হার মানে।
         স্বাধীতার অগ্নিমন্ত্রে মুজিবের ভাষণ-
          শত শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা
    সেটাও বিকিয়ে দেবার চলে তুমুল প্রতিযোগীতা,
           চড়া দামে বিক্রি হয় দেশ-প্রেম
           গণতান্ত্রিক মাৎস্যন্যায়ের বাজারে।
অধিকার তখন আস্তাকুঁড়ে, পথভ্রষ্ট যৌবনের পা।
আজ বড় দরকার সেই তর্জনীনির্দেশ,
সেই অকুতোভয় মানুষের।