রমজান শেষ হলে আসমানে ওঠে
দূর হতে খোকা খুকি চুমু খায় ঠোঁটে।
তাই দেখে ছোট চাঁদ ডিগবাজী খায়
আনন্দ ধারা বহে, ওর সারা গায়।


মিঠি মিঠি চেয়ে দেখে শাওয়ালের চাঁদ
খোকা খুকি ছেলে বুড়ো কেউ নেই বাদ
তার পানে ড্যাবডেবে চেয়ে আছে সবে
জানিবার চায় তারা, ঈদ হবে কবে?


সরু চাঁদ বলে ভাই, দেখো মোর দাম
আমি উঠে তবে আজ ঈদ আনলাম।
তোরা পরো জামা-জুতো করো কোলাকুলি
উঁচু নিচু ছোট বড় যাও সবে ভুলি।


তবে যাবে, ভেঙ্গে সব পাপের পাহাড়,
রমজান শেষে হবে,- দিনের আহার।