খোকা খুকি নেয় খোঁজ
খেলা ঘরে দেখে রোজ
আধা ঝুলে আধা খুলে
দেয়ালের ছবিগুলো-
সব কিছু এলোমেলো
লেগে আছে মাটি ধুলো।
দেয়ালের সব ছবি
কেউ নেতা কেউ কবি
ঝেড়ে মুছে তুলে রাখে
চোখ যায় যতো দূর
চেয়ে দেখে তবু ঘর
আঁধারেতে ভরপুর।
তার পর হাতে করে-
খোকা নিয়ে এলো ঘরে
ঘরে যেন জ্বলে ওঠে
আঁধারে আলোর রবি
খোকা-খুকি চেয়ে দেখে
শেখ মুজিবের ছবি।