এই চোখেতে যায়না দেখা অনেক ছোট নাকি!
তবু দেখেন বিশ্বটাকে কেমনে দিলো ঝাঁকি...!
কি অসহায় মানুষগুলো করছে ছোটা-ছুটি
মরছে কত? অল্প জলে; যেমন মরে পুঁটি।
দুনিয়া জুড়ে সব খানেতে বিজ্ঞানের দান
জীবানু নাশ, হচ্ছে না তো, মরছে কত প্রাণ!
তুমুল ভাবে নাড়িয়ে দিলো জীবানু দুরাচার
মানুষ বুঝি তার জীবনে পায়না সুবিচার।
রোগ জীবানু চলছে ছুটে তাদের গতিবেগে
থাকুক যতো জ্ঞান গরিমা, উঠুক যত রেগে
লুকায় যতো মরণ ভয়ে মাস্কে ঢাকে মুখ-
সকল কিছু বিফল হলে, বিফল হবে সুখ।
চাঁদে উঠুক, মঙ্গলোতে; করুক চলা ফেরা
বিশ্বটাকে বিজ্ঞানেতে রাখুক যতো ঘেরা-
প্রমাণ হলো মানুষ জ্ঞানে অনেক সীমায়িত
তাই তো তারা 'করোনা' ভয়ে থাকেন সদা ভীত।