বনে যেবার মরক লাগে অসুখ লাগে গাছে
গাছের ডালে বাস করে যে, কেমনে তারা বাঁচে?
ছড়িয়ে পড়ে চারদিকেতে মহামারি এ রোগ-
বনের মাঝে সবার মনে বাসা বাঁধে সে রোগ।
কেউ বাঁচেনা ভাইরাসেতে মরে দিবস-রাতি
বনের রাজা, বুদ্ধিজীবি, বাঘ, হরিণ হাতি।
এমন করে সংক্রমণে, থাকেনা কেউ বাকি
কপালগুণে আছেন যারা রোগকে দিয়ে ফাঁকি।
তাদের দশা খুবে ভয়াল পায়না খেতে মোটে
পরের দয়া হলেই তবে তাদের পেটে জোটে।
কারণ বনে নেই তো কিছু কেমনে তারা বাঁচে
কেউ পাঠালো কাঁঠাল কলা যাদের যেটা আছে।
সেই পাঠানো খাবার নিতে নানান অনিয়ম-
এরচে' ভালো ভাইরাসেতে নিতেন যদি যম।
বনের মাঝে শকুন পাখি দৃষ্টি মেলে আছে-
খাবার যতো সকল কিছু নিচ্ছে কেড়ে কাছে।
তাদের মাঝে ভাগ বাটোয়া নিজের মতো চলে
খেতে না পেয়ে জীবনগুলো মরছে তারই ফলে।
পোড়া বনের আকাশ জুড়ে তাদের বিচরণ
বাকি সকল পশু-পাখির বিষিয়ে দিলো মন।
শকুনি চোখ বিপর্যয়েও দেখেনা ভালো কিছু
স্বার্থ লোভী শকুনগুলো আজন্ম সে নিচু।