-স্বপন রোজারিও
কেটে যাবে একদিন করোনার রেশ,
জেগে উঠবে এ পৃথিবী, সুন্দর বেশ।
ছোট ছোট শিশু আবার করবে খেলা,
মাঝি দূরপল্লায় ভাসাবে আশার ভেলা।
প্রেমিক-প্রেমিকা করবে আবার দেখা,
মনের মধ্যে আঁকবে অনাগত রেখা।
পাখিরা ডাকবে, কিচির-মিচির রবে,
ফুটবে নানা ফুল, পূর্ণতা আসবে ভবে।
কৃষক মাঠে যাবে, ফলাবে নানা ফসল,
গাঁয়ের বধু চলে যাবে, সঙ্গে নিয়ে জল।
আবার খোলে যাবে অফিস-আদালত,
উকিলরা প্রকাশ করবে স্ব স্ব মতামত।
মানব জীবনে আবার আসবে কর্মচাঞ্চল্য
লেখকরা আবার লিখবেন জীবনালেখ্য।
কবিরা লিখবেন কবিতা নানা রকম ছন্দে,
মৌমাছি আসবে উড়ে, ফুলের ঐ গন্ধে।
রাজপথে চলবে এবার নানা রকম গাড়ী,
করোনা ধ্বংস হবে, চলে যাবে বাড়ী।
০২.০৫.২০