কেমন করে শান্তি রবে
ঠকবাজের এই দেশে,
ভাল মানুষ কেন যেন
যাচ্ছে জালে ফেঁসে।


লোক ঠকিয়ে মহানন্দে
ঘুরছে যে ঠকবাজ,
ধরাকে সারা জ্ঞানে
হয়েছে মহারাজ।


কারি কারি টাকা কামায়
কুট বুদ্ধির ছলে,
মুর্খ শিক্ষিত হয়
কাঁচা টাকার বলে।


পাজেরো গাড়িতে চড়ে
বাসায় এয়ারকন্ডিশন,
ক্ষণে ক্ষণে বিদেশ যায়
ভালো রাখতে মন।


ঠকবাজের দেশে ও ভাই
আমরা সাধারণ,
শত কষ্টের পরেও যে
ভিজে যায়না মন।
ঢাকা, ১৬/০৭/২০