৫ বছর ঘুরে এবার ঢাকায় এলো সিটি নির্বাচন,
দিকে দিকে চলছে শুধু ভোটের আয়োজন।
পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে সারা ঢাকা শহর,
কখনও বা দেখা গেছে প্রার্থীদের গাড়ী বহর।
চারিদিকে মাইকের শব্দে কান ঝাঁলাপালা,
পলিথিনের পোস্টারে পরিবেশের ধরেছে জ্বালা।
পরিবেশ রক্ষায় নিয়োজিত প্রার্থীদের এরুপ কান্ড,
কর্তৃপক্ষ তাদের উপর চাপায়নি কেন কোন দন্ড?
শব্দদূষণে এসএসসি পরীক্ষার্থীদের হয়েছে নাভিশ্বাস,
এ সত্য কথা বললে, কেউ করবে না কোন বিশ্বাস।
‘ডিজিটাল বাংলাদেশ’ বলে করছি আমরা দাবী,
তাহলে এত নির্বাচনী পোস্টার আমরা কেন ছাপি?
পরিবেশ রক্ষায় সবাইকে হতে হবে আগুয়াণ,
মনে রাখতে হবে, ঢাকা আমাদেরও বাসস্থান।
শত শত পোস্টারের টাকা করছিনা কেন দান,
তাহলে প্রার্থী হিসেবে বাড়বে মোদের সম্মান।
রাস্তা-ঘাটে মাইক না বাজিয়ে, না করে শব্দ দূষণ,
করছি না কেন টিভিতে প্রার্থীদের বিতর্কের আয়োজন?
তার পরেও সঠিক সময়ে ভোট কেন্দ্রে যেতে হবে ভাই,
নিজের অধিকার রক্ষায় এর বিকল্প কিছু যে নেই।
আসুন আমরা জাতি-ধর্ম-বর্ণ সবাই মিলে,
যোগ্য প্রার্থীকে সমর্থন দেই, সব ভেদাভেদ ভূলে।
০১.০২.২০