আর কত চোখের জল পড়লে
করোনা তুমি আমাদের নিষ্কৃতি দিবে?
জল ঝরতে তো কম ঝরেনি,
জমিয়ে রাখলে তো সাগর হয়ে যেত !
তারপরেও তুমি ক্ষান্ত হও নি করোনা,
তোমার ছোবল এখনও বন্ধ হয় নি,
তুমি কি চোখের জলের ঝর্ণা দিয়ে মহাসমুদ্র করতে চাও?
কি লাভ তোমার চোখের জল নিয়ে?
এ জল তো অপেয়, নোনতা,
কি লাভ এই মহাসমুদ্রে?
যে জল কষ্ট দিয়ে গড়া সেই জলের সমুদ্র তো প্রাণহীন,
লতাগুল্মহীন এক মরা জলাধার,
যা একেবারেই অর্থহীন।