মানুষ জানে একদিন তার শেষ আছে
তারপরেও অমরত্ব লাভের কি দুরন্ত আকাঙ্খা?
হতে চায় রবি, কখনো বা নজরুল, মিলটন....
ভিন ভাষায় সাহিত্য রচনায় মাইকেল উড়াল দেয় বিলেতে
এগুলোতো সব আশার জন্যই করে মানুষ।
আশার চেয়ে বড় মানুষের জীবনে নাই কিছু আর।
মানুষ শুধু নিজের জীবনকে নিয়ে আশা বাঁধে না
আশা বড়-বিস্তর. মহামূল্যবান
এই আশা থাকে সন্তানকে নিয়ে, সমাজ নিয়েও
আশাহীন মানুষ জড় পদার্থসম।
আশা মানুষের সবসময় কিন্তু পূরণও হয় না
তারপরেও আশা থেকে যায়।
মাটি খুঁড়ে সবসময় স্বর্ণখনি না পেলেও-
মানুষ মাটি খুঁড়ছে অনন্তকাল আশারই জন্যে।