সারাবিশ্বে এক অদৃশ্য শত্রু
দিয়েছে ভাই হানা,
এই শত্রুর ভয়াবহতা নিয়ে
গুঞ্জন উঠেছে নানা।


কেউ বলে, এ শত্রু
শেষ হবার নয়,
কেউ বলে, এ শত্রুকে
পেতে হবে ভয়।


কেউ বলে, এ শত্রুর
হাত অনেক বড়,
এ অদৃশ্য শত্রুর ভয়ে
মানব মর মর।


আসলে এ শত্রু
একটা ছোট ভাইরাস,
মানুষেরই সাবধানতায়
এর হয় নাশ।


এই অদৃশ্য শত্রুতে
নাই কোন ভয়,
এই শত্রুকে পরাজিয়ে
মানুষ বেঁচে রয়।


এ অদৃশ্য শত্রুকে
করতে পরাহত,
এ বিশ্বের বিজ্ঞানীরা
ভেক্সিন আবিস্কারে রত।


নাই এ শত্রুতে ভয়
হবো না আত্মহারা,
অন্ধকার আকাশে ভাই
উঠে যাবে তারা।


নীলকন্ঠ, নয়াটোলা, মধুবাগ, ঢাকা
১১.৫.২০ (করোনাকাল)