জীবন তো একটাই।
এ জীবনকে কি একটু রাঙ্গানো যায় না?
কত বছরই বা জীবনের সীমা?
কেউ হয়তোবা বেঁচে যায় শত বছর,
বেশীর ভাগই শ’র নীচে।
কেউ থাকে আবার মাত্র ক্ষণিকের তরে,
তার পরেও তো মানুষের আশা থাকে,
ঘর বাঁধে, পথ চলে...
চাঁদ দেখে আবার কখনো সূর্য্যকে সাথি করে,
মরুভূমিতে গোলাপ ফুঁটানোর ব্যর্থ চেষ্টা করে।
মজা পুকুর থেকে নীলপদ্ম আনতে চায়,
জীবন তো বহতা নদীর মতন চলতেই থাকে,
আর যখন থেমে যায় তখন জীবন আর জীবন থাকে না,
হয়ে যায় লাশ।
জীবন তো একটাই।
এ জীবনকে কি একটু রাঙ্গানো যায় না?
18/05/21