মানুষ কেন অযথাই ঘুরছে রাস্তা-ঘাটে,
অকারণে কেনই বা ভীর করছে মাঠে?
অক্সিজেন নাই আজ কোন হাসপাতালে,
তারপরেও স্বাস্থ্যবিধি নিচ্ছে না আমলে?
শ্মশানঘাটের বাতাস আজ হয়েছে ভারী,
ক্ষণে ক্ষণে আসছে ঐ লাশবাহী গাড়ী।
মা কাঁদে, বাবা কাঁদে, কাঁদে আপনজন,
কারো চিত্তে সুখ নেই, অশান্ত সবার মন।
তারপরেও অসচেতন, চলছে রাস্তায় গাড়ী,
কেউবা আবার মনের সুখে যাচ্ছে শ্বশুরবাড়ী।
মার্কেটে মার্কেটে এখন হচ্ছে দারুণ ভীর,
দাপুটে চলছে মানুষ, যেন একজন মীর।
এখনও সময় আছে, মানবো স্বাস্থ্যবিধি,
তবেই ধরা দিবে, ঐ যে পরম নিধি।
............................................................................
-স্বপন রোজারিও (মাইকেল), ২৭/০৪/২০২১