মানুষ এখন যাচ্ছে গ্রামে
করতে সবাই ঈদ,
ঈদের আমেজ মনে নিয়ে
অনেকে গাইছে গীত।


মানুষ কেন যাচ্ছে এভাবে
ভেবে যে না পাই,
করোনার একটু ভয়
মনে কেন নাই?


ভারতের করোনার ধরন
আসছে বাংলাদেশে,
বিপদ কিন্তু আছে সামনে
করোনার শ্রদ্ধবেশে।


পথ শুধু আছে একটা
স্বাস্থ্যবিধি মানা,
অন্যথায় কি যে হবে
তা সবার অজানা।


আসুন সবাই মিলে
গ্রামে না যাই,
সামাজিক দূরত্ব রেখে
বেঁচে যেতে চাই।
-----------------
স্বপন রোজারিও (মাইকেল) ০৮.০৪.২১