কবি কবীর হুমায়ূন-এর পরম দয়াময় -৩ কবিতাটি পড়ে আমার ভাল লেগেছে। কবি তার কবিতায় স্বর্গ-নরকের বিষয়ে বর্ণনা দিয়েছেন। তিনি বলেছেন স্বর্গে অনেক ভালো দ্রব্যাদি রয়েছে। এ স্বর্গবাস আমাদের সকলের কাম্য। অপরদিকে নরকে অগ্নিসম কষ্ট রয়েছে। সেখানে পাহাড়সম দু:খ রয়েছে যা আমাদের কাম্য নয়।