(ঘূর্ণিঝড় আইলার আঘাতে নিহতদের স্মরণে)


আইলা আমার মা, বাবাকে নিয়েছে কেড়ে,
সখিনার কুল খালি করেছে, তার পুত্রকে মেরে।


আইলার জন্য গ্রামকে গ্রাম হয়ে গেছে নিচিহ্ন,
পরিবার থেকে বাবা-মা-ভাই-বোন হয়েছে বিচ্ছিন্ন।


আইলার জলে ভেসে গেছে ভিটা মাটি গাছ,
ভাসছে পশুর মৃতদেহ, নববধু হয়ে লাশ।


পিতা হয়েছে সন্তান হারা, করুণ আর্তিতে কাতর,
জমিলা বিধবা,পুত্র বিয়োগে মা হয়েছে পাথর।


চাচার দেহের অর্ধেকটা, বালি নিয়েছে কাড়ি,
অগণিত লাশের গন্ধে বাতাস হয়েছে ভারী।


চারিদিকে লাশ আর লাশ, লাশের নেই শেষ,
উপকূলীয় অঞ্চল জুড়ে শুধু তান্ডবের রেশ।


খাদ্য নেই, নেই শুদ্ধপানি, হাহাকার চারিদিকে,
নিরানন্দে শকুন ও মাছেরা সব ঘুরিছে দিকেদিকে।


বেঁচে আছো যারা, সমবেদনায় এ মোর একান্ত বলা
আশায় বুক বেঁধে, আবার শুরু করতে হবে পথ চলা।