নন্দিনী, তুমি যদি চলেই যাবে
তবে কেন দেখা দিয়েছিলে?
কথা দিয়েছিলে কেন?
কেন এ তপ্ত হৃদয়ে স্হেহের পরশ দিয়েছিলে?
দিয়েছিলে কেন এ হৃদয়ে দোলা?


নন্দিনী, তুমি যদি চলেই যাবে
তবে কেন তরুতলে কথা হারিয়েছিলে?


তুমি চলে গেলে-
পাশের বাড়ীর ঠাকুরমা তোমাকে কি ক্ষমা করবে?
তুমি যে তার সামনে দিব্য দিয়েছিলে
আমার হবার।


তুমি চলে গেলে-
চন্দ্র-তারা যে মিথ্যে হয়ে যাবে।
আকাশ-পাখি-মাছ-ধুলিকণা সবাই কাঁদবে
তা কি তুমি জানো?
তার পরেও তুমি চলে যাবে?


নন্দিনী, তুমি যদি চলেই যাবে
তবে কেন এসেছিলে হৃদয়ে।