কবি শিমূল শুভ্র'র অনাকাঙ্খিত অপ্রাপ্তি কবিতাটি পড়লাম। কবিতাটি খুব সুন্দর ও বাস্তব সম্মত হয়েছে। কবিতায় টাকার পিছু ঘুরা এক পিতার কথা নিপূণভাবে বর্ননা করা হয়েছে। পিতা অবৈধ ব্যবসার ষাথে জড়িত। নেশা করে দেরীতে বাড়ী ফেরে। ফলে তিনি সংসারে বেশী সময় দিতে পারেনি। ফলে তার মেয়েও অবধারিতভাকে খারাপ পথে চলে যায়। একটা আমাদের সমাজের অতি পরিচিত ঘটনা। এ ঘটনা যেন সমাজে না ঘটে সে কামনাই করি। এ বিষয়ে সবার সতর্ক থাকতে হবে। কবিকে তার বাস্তবসম্মত কবিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।