কবি জয় সুন্দর মিত্র'র 'কাজের শহর' কবিতাটি পড়লাম। কবিতাটি আমার কাছে ভাল লেগেছে। কবি তার কবিতায় শহরকে কাজের শহর হিসেবে উল্লেখ করেছেন। মানুষ শহরে আসলে যেন কাজে বেশী আকৃষ্ট হয়ে যান। সবাই ব্যস্ত শহরে। কারো খবর রাখার কোন অবকাশ শহরবাসীর নাই। এ বিষয়টি কবি তার কবিতায় তুলে ধরেছেন। কবিকে তার কবিতার জন্য ধন্যবাদ।