কবি আনিছুর রহমানের ‌'ঈদ বিরতি পূজার ছুটি' কবিতাটি পড়লাম। এক কথায় চমৎকার হয়েছে। তিন বর্তমান সময়েকে কবিতার ফ্রেমে বন্দী করেছেন। ঈদ ও পূজার ছুটিতে মানুষ গ্রাম-মুখী হচেছ। ফলে যানবাহনে ভীর পরিলক্ষিত হচেছ। ভীরকে ওপেক্ষা করে চলছে মানুষ বিরামহীনভাবে। একত্রে সবার সাথে উৎসব করার জন্য। এসময় দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। তাই সতর্ক থাকা জরুরী। কবি সবাইকে মাক্স ব্যবহারের অনুরোধ করেছেন। কবিকে ঈদের আগাম শুভেচ্ছা ও ভালবাসা। সুন্দর হোক আপনার উৎসব ।