রবি ঠাকুরের 'ওরে নবীন ওরে আমার কাঁচা' কবিতাটি আবার পড়লাম। কবিতাটিতে নবীনদের জয়গান করা হয়েছে। নবীনদের দুরন্ত, জীবন্ত, অশান্ত, প্রচন্ড, প্রমত্ত, প্রমুক্ত, অমর হিসেবে আখ্যায়িত করা হয়েছে কবিতাটিতে। নবীনরা দেশের ভবিষ্যৎ। তারাই একদিন জাতির হাল ধরবে।