আমরা আসলে কোথায় যাচ্ছি!
কোন নগর-বন্দর আমাদের গন্তব্য?
তা কি রাক্ষসের? না কি মানুষের??
মানুষের নগর যদি হয়, তবে ধর্ষণ কেন??
ধর্ষণ তো শুধু নরপশুরাই করতে পাড়ে,
একজন নারী, সে তো আমাদেরই বোন, মা,
তাঁকে ভালোবাসার পরিবর্তে পাশবিকতা কেন??
এ কি আমাদের নৈতিক শিক্ষার নমুনা?
আমাদের মনুষত্ব একেবারেই মরে গেছে,
এর বিন্দু-বিসর্গ এ সমাজে নেই,
আর পশুগুলো শুধু কিলবিল করছে,
যেন রাক্ষসের মত শুধু ধ্বংসলীলা চালাবে,
আমাদের হৃদয়গুলো ভেঙ্গে একেবারে চূড়মার,
এ হৃদয়ে কোন প্রেম নেই, ভালোবাসা নেই....
আমরা মানুষকে ভোগ্যপণ্য ভেবে মহাভুল করেছি,
অবক্ষয়ের ধ্বংসযজ্ঞের শেষ প্রান্তে আজ আমরা,
ন্যায় বিচার থেকে আমরা এখন অনেক দূরে,
এখন অবক্ষয় রুখে ন্যায় বিচার সুনিশ্চিত করতে হবে,
তা না হলে এ দেশ পরিনত হবে পশুর দেশে।।


-স্বপন রোজারিও, ২৭/০৯/২০