তোমার অস্তিত্বকে পছন্দ করছে না বিশ্বমানব
তা কি তুমি বুঝতে পারছো না?


বুঝবেই বা কি করে?--
মানুষের প্রাণ নেয়াই তো তোমার প্রধানতম কাজ! বাহাদুরি!
আর বাঁচলে উপহার দাও চরম পঙ্গুত্ব ও জরাজীর্ণতা!
দু:শ্চিন্তাও কিন্তু তোমার ছোট উপহার নয়?--
মানবদেহে তোমার উপস্থিতি জ্বালায় সারাটা জীবন-
আর যাকে নাও, সে তো যায়ই, সাথে যায় তাঁর সংসার ধর্মও,


এক বছরের বেশী সময়!
তবু তুমি আছ বহালতবিয়তে! কোন আর্শীবাদে?
কোন বিজ্ঞানী তোমার টিকিটা পর্যন্ত ধরতে পারলো না! ভেক্সিনও!
কোন গ্রহের বাসিন্দা তুমি??-- তোমার পরিচয়???---


তোমাকে বলি,
তোমার পরিচয় প্রায় জানা হয়ে গেছে আমাদের!
দাঁড়াও! শুন!......
ঐ শুনা যাচ্ছে জয়ধ্বনি!
তোমার বিদায়ের পদধ্বনি!
করোনা তোমার শুভ বিদায়!
মানবজাতির শ্রেষ্ঠ আদায়!
রবে না তুমি ধরাতলে!
ভাসবে তুমি গঙ্গাজলে!
তোমার দাপটে জীবন!
হবে বুঝি অবসান! অবসান!


(স্বপন রোজারিও (মাইকেল), তারিখ :৭/৪/২১, করোনাকালে লেখা)