কয়েক ব্ছর আগে  একজন কবির(নাম নিলাম না) কাছে গেলাম।।একটা ডাইরি (যেটা তে আমি কবিতা লিখিতাম) উনাকে দিলাম।ওতে বেশ কইয়েক বছরের লেখা কবিতা ছিল।।উনি পড়লেন।তারপর কাকু ডাইরি টা রেখে দিয়ে বললে্ন কবিতা লিখতে হলে এবং এখানে ২ বার আসতে হলে ডাইরি টা নদীর জলে ভাসিয়ে নতুন একটা ডাইরি কিনে নিয়ে এসো।শুনে একটু খারাপ লাগল( উনার ওপোর নয়) যে এত দিনের ওতো লেখা গেল সব। যাই হোক ডাইরি টা আলমারি তে তুলে
একটা নতুন ডাইরি নিয়ে গেলেম।আজো ডাইরি টা আর দেখি না। আজ খুব খুশি যে কাকুর মতন এক জন গাইড পেয়েছি।।আজ বুঝি
কাকু কেন বলেছিল সেই কথা। আজ বুঝি কোনটা ভাল কবিতা।
হইয়ত কাকুর মতন লিখতে পারব না হয়ত। উনি না হলে আজ হারিয়ে যেতাম আবর্জনার স্তুপে।,।thank u কাকু।।আজ খুব মনে হল তাই এখানে শেয়ার করলাম আমার জীবনের একটা ঘ্ট্না।।