একটা কলম তাও কেড়ে নেবে
নিব ভাঙা সমাজ।
লুকিয়ে গেছি
চোরাবালির শহরে;
চাকরির থাপ্পর, ডিগ্রির চাবুকে ফাটছে সেরিব্রাল।
প্রেমিকার রুমালে, নিল কালি হারিয়েছে ডানাভাঙা রাতে।
সময়ের আগুনে, পুড়ে ছাই নাটকের ডাকটিকিট।
সন্ধ্যাবেলার কবিতা বলে গেছে
স্বপ্নের ক্যান্সার আছে
ও আর বাঁচবে না।
ওরে শ্রেয়া, পাপলু, পিতম  তোরা কোথায়?
ঘুমিয়ে পরছি মধ্যব্রিত্তর বিছানায়।
উঠে দেখি ,ঘড়িতে ৭০ বছর
শান্ত আত্রেয়ী কানে বলছে,
আয় ডুবে যা।