রামধনু মেশানো মুখ
সাগরের ডানাকাটা আলো,
হাসির জোয়ার ভাটায়
পেলাম খুজে আমার তোকে।
মাঝ রাতের শীতল স্বভাব
অবুঝ মনের সবুজ কথায়,
কেটে যাওয়া নিঃশব্দ রাতে
পেলাম খুজে তোকে ।
শান্ত জোনাকির বিন্দু আলোয়
মোউমাছির প্রেম-মেহ;
রাগে-হাসিতে নতুন গল্পে
পেলাম খুজে তোকে ।
সময়ের খেলায় আজ
ব্যাস্ত কলমে তোর নাম;
যা চলে যা,
আটকাই নি;
পারলে শুধু
বাঁচিয়ে রাখিস শব্দের অবদান।