-----/-



গোলাপ ছুয়ে রক্তপাত
হাত তবুও অস্থির
গন্ধ পেলেই ঝাপিয়ে পরে
ফুল মাখানো রংগে


-------


যে জীবন আগেই নগ্ন
তাকে আচলের আলোয় মাখিয়ে হবে কি
বরং একটা সুর্য কিনে দাও



-------


ভীর দেখ সময়ের দোকানে
জ্বলছে  প্রতিভার নরকঙ্কাল
হঠাত করে ছিটকে পড়া
সোনার চারকোল
লিখিয়ে দিল ইতিহাসে নাম