আমার ঘরে
চিরতরে
কিচেনটা লক্‌ করা,
আমার ঘরে
ভিড় করে
পরিচিত অকৃতজ্ঞরা ।


আমার ঘরের
সাদা দেওয়াল
তাতে আঁকা পানের পিক,
আমার ঘরটা
বন্দক দেওয়া
জলের মধ্যে আর্সেনিক ।


আমার ঘরটা
স্যাঁতস্যাঁতে, সরীসৃপের
আঁতুড়ঘর,
ব্যাঙের জিভটা
চ্যাটচ্যাটে,
জিম করবেট অতঃপর ।


সোফার উপরে
সাদা কাপড়,
এটা তোমার ক্রেডিট তো,
বাইরে দেওয়ালে
ঢালাই নেই,তাই
প্রতিফলন বিক্ষিপ্ত ।


পনেরো,ছাব্বিশ কিংবা
অধিভৌতিক কিছু
'এখানে করিবেন না উদযাপন'
আমি পুরনো,রাবিশ
অরাজনৈতিক শিশু,
'দেওয়ালে মারিবেন না বিজ্ঞাপন' ।।