হৃদয় আমার সমান দুভাগ বাবা মায়ের তরে,
কেমন করে থাকি বলো বাবা মাকে ছেড়ে ?


বাবার দেওয়া ভালোবাসা পাইনা এখন খুজে;
মায়ের স্মৃতি জাগে মনে অশ্রু জলে ভিজে ।


বাল্যে শাস্তি ,অনেক পেতাম, তবু দস্যিপানা ছাড়িনি,
মায়ের মুখের মধুর বকা আজও ভূলতে পারিনি;


মা বাবার হাত ধরেই প্রথম পাঠশালাতে যাই,
বাবা মায়ের গড়া এ জীবনে তারাই পাশে নাই ।


বাবা মায়ের সাথে করতে দেখা আসছি আমি বাড়ি,
বোধ হয়পৌঁছাবো আমি খুব তাড়াতাড়ি ।


যাবার দিনে একটা কথা বলে আমি যাই ।
যা দেখেছি, যা পেয়েছি, তুলনা তার নাই।


কলেজে পেয়েছি স্যারের ভালোবাসা , মেস এ মেতেছি দাদাদের ভালোবাসায় ;
এখন আমার মন মেতেছে রঙিন নেশায় ।


তাদের সাথে একসঙ্গে থেকেছি, ধন্য আমি তাই।
যাবার দিনে এই কথাটি জানিয়ে তাই যাই।।


বিশ্বরূপের খেলাঘরে কতই গেলাম খেলে,
প্রকৃতির রূপকে দেখে দেখে যাচ্ছি দুটি নয়ন মেলে।