কি করেছিল সে ••••চাইছিল শুধু একজনকে ধরতে
দেশদ্রোহীর সেই গুলিতে হলো তাকে মরতে ।
কি হবে ফুল ? কি হবে মালা? কিই বা করবে
স্বামীহারা সেই সদ্য যুবতীর নেই কিছু আজ যার !
ভালোই হতো যদি তুমি হতে ইঞ্জিনিয়ার বা ডাক্তার,
তাহলে আজ কফিনে বসে কাঁদতে হতো না মাকে আর ।
কতো আশা করে এসেছিলে তুমি করতে দেশ রক্ষা ;
সব আশা যে ভেঙে দিল তারা দেয়নি প্রান টুকুর ভিক্ষা।
হে বীর সাহসী হে বীর যোদ্ধা কেন তুমি আজ ধীর ,
বঙ্গ মায়ের এই দুর্দিনে উচ্চ করো শির ।
পাহাড় সেই পাহাড়-ই থাকবে তুমি গেলে শুধু চলে
দুদিনের এই মোমবাতি মিছিল যাবে সবাই ভুলে।
নেতা মন্ত্রী কত আসবে দেখাবে কত ঢং ,
দুদিন পরে দেখবে তুমি পাল্টে গেছে রং ।
সন্তানহারা বাবা-মার আজ ক্ষতি হল যেই বুকে !
পারবে কি কেউ ফিরিয়ে দিতে লক্ষ টাকার চেক এ ?
হে বীর শহীদ আমার এই কবিতায় অমর রবে তুমি ,
মানুষ আমরা ভুলে গেলেও রাখবে মনে তোমার এ সাধের জন্মভূমি ।।


                     ভাবার্থে -- sourav shaw