অতীতে যখন গামছা কোমরে ;
আমলা থেকে আমজনতা সবাইকে খাওয়াতো চাষ করে ।


গামছা এখন তাদের কাঁধে ,
করোনা ভয়ে মুখ ঢাকে ।


একি! কাকু গামছা হঠাৎ গলায়
এটা কি ঠিক মানায় ?


না না আত্মহত্যা না , এটা তোমার ভুল বোঝা ;
করোনা-র ভয়ে মুখ ঢেকে করছি জনসেবা ।


মাক্স এখন আগুন ছোঁয়া দাম
তার ভয়ে করি না কেনার আর নাম !


ভিন্ রাজ্য থেকে ফেরা ঐ মানুষটা গামছা দেখে আবার বলে রয়ে গেল গাঁইয়া স্বভাব ;
তাই এখন কেনার পথে যতই হোক অভাব ।।


লেখা - 25/03/20