বদলা-বদলি অনেক দেখেছি এমন দেখিনি ভাই,
ম্যাজিকের মতো এক নিমেষে চমকে দিলেন তাই ;
এক রাতেই সারা দেশে অচল বড়ো নোট ,
তাইতো সবাই ছুটেছে ব্যাঙ্কে  বদলাতে চটপট ।
কালো টাকার নাম শুনেছি জানতাম না কি জিনিস,
কিন্তু এবার দেশ জুড়ে কালো বাজারি ফিনিশ ।
হাটে বাজারে কেনাবেচা গিয়েছিল  প্রায় থেমে ,
তাইতো দেশ জুড়েই নোটের আকাল এসেছিল  ভাই নেমে ;
চারিদিকেই এবার শুধু টাকার হাহাকার !
একটু কষ্ট হলেও  তবু ছিল না  কিছু করার ।
ব্যাঙ্ক এ টি এম এর সামনে ছিল লম্বা লম্বা লাইন,
বেশি টাকা দেখালে আবার দিতে হয়েছে ফাইন ।
এই ভয়ে অনেকে আবার দিয়েছে ছিঁড়ে ফেলে,
অনেকেই আবার বাধ্য হয়ে ভাসিয়ে দিয়েছে জলে ।
একদিনেতেই আমজনতার পকেট হল খালি,
ব্যাঙ্কে গিয়ে তুললে টাকা লাগিয়ে দিয়েছে কালি;
পাঁচশো- হাজার ছাড়িয়ে এবার এসেছে নোট দু-হাজারে,
এত বড় নোটের খুচরো কে বা দেবে বাজারে?


রামকৃষ্ণের বলা কথা সত্যি হল এবার,
নোট ম্যাজিক দেখা হল এখন সবার ।


[টাকা মাটি , মাটি টাকা
              এক রাতেই পকেট ফাঁকা] ।


:::ভাবার্থে  -sourav shaw