অলস দুপুরে অপার নিস্তব্ধতায়
তন্দ্রাচ্ছন্ন চোখের পাতা ভারী হয়ে এলে
ঝাঁপি খুলে বেরিয়ে আসে স্বপ্নের প্রজাপতিরা।


বিছানায় লেপ্টে থাকা ক্লান্ত শরীর
ডুব দেয় সুখসাগরে
হালকা শীতের আদুরে ছোঁয়ায়
ঠোঁটে লেগে থাকে প্রসন্ন হাসি।


পড়ে থাকে অবিন্যস্ত কিছু দুঃখ,  
অসমাপ্ত কিছু কবিতা
ব্যর্থতা তখন ছুঁতে পারে না শরীরকে
এই দুয়ের মাঝে গড়ে উঠে দুর্ভেদ্য প্রাচীর।