অসুখ
---------
নীল আকাশে উড়ছে অগণিত ক্ষুধার্ত শকুন
মাটি চাপা পড়েছে সভ্যতা,
পুড়ে ছাই হচ্ছে পূর্বের গৌরব,
জলে ভেসে যাচ্ছে উন্নয়ন....


এই সব দৃশ্য দেখে দেখে
কবিতা পাশ ফিরে শুয়েছে
ডায়রির পাতাজুড়ে শূন্যতা
অক্ষরগুলো অবিন্যস্ত ছড়িয়ে পড়েছে মাটিতে
স্খলিত পায়ে অসমান পথ ধরে
কুড়িয়ে নিচ্ছি এইসব সম্পদ
নিঃশব্দ পাতা ঝরার মত
আবার খসে পড়ছে মাটিতে।


ক্রমাগত হাপরে দম দিয়ে যাচ্ছি
তবুও জ্বলে উঠছে না মন
ফুসফুসে অসুখ করেছে জেনে
মৃত মন গিয়ে শুয়ে পড়ল কবিতার পাশে।


আমার মাথার উপরেও
তখন ঘুরপাক খাচ্ছে দু একটা শকুন...