ভাঙ্গা-গড়ার কাহিনী
----------------------------


নদ,  তুমি যে বহুরূপী এক পুরুষ প্রকৃতি
কখনো শান্ত কখনো অশান্ত
তোমার  মন কে বোঝে!


কখনো বা তোমার জলোচ্ছ্বাস
কানায় কানায় ভরিয়ে তোলে আমার শূন্য জীবন।
জোৎস্নারাতে চাঁদের আলোয়
সাজিয়ে তোলো আমাদের বাসরঘর।


কখনোবা নৌকার পাল তুলে
নিয়ে চল কোনো স্বপ্নপুরীতে,
তোমার কল্লোলিত মধুর ছন্দ
আমার  হ্নদয় আন্দোলিত করে,
তোমার জলবিন্দু দিয়ে
রচিত হয় আমার  সুখসাগর।


পরক্ষণেই আবার ক্রোধে ফুঁসতে থাকো
প্লাবন ঘটাও আমার  সুখের নীড় -এ
তোমার  পাড় ভাঙ্গার নিদারুন শব্দে
ভেসে যায় আমার সব স্বপ্ন, ভাসি আমিও।


ভেসে যাই ঠিকানাবিহীন কোনো অজানা দেশে
হয়তো বা তলিয়ে যাই তোমার গহ্বরে,  চিরতরে।
তোমার  ভাঙ্গা গড়ার ছলচাতুরি খেলায়
নির্বাক আমি,  একাকী নারী।