গন্তব্য
--------
সন্ধ্যা হয়ে এসেছে
চারিদিক গাঢ় কালো চাদরে ঢাকা
এতক্ষন আকাশ মুখ ভাঁড় করে বসেছিল
একটু আগেই অঝোরে কেঁদেছে।
আকাশ থেকে নেমে আসা বৃষ্টিবিন্দু
অশ্রুবিন্দু হয়ে ভিজিয়ে দিয়েছে ভূগর্ভ
ভিজে গেছি আমি ও
ভেসে গেছে আমার সঞ্চিত অভিমান সব।
উপলব্ধি করলাম এক ঠান্ডা অনুভূতি
বিক্ষিপ্ত মন পেল অপার শান্তি
একটু একটু করে কালো মেঘ সরে গিয়ে
আকাশ আলো করে চাঁদ উঠেছে
আমায় আলো দেখাবে বলে।
বিপদ কেটে গেছে জেনে
সিক্ত কাপড়টা গায়ে লেপটে
পিচ্ছিল পথ ধরে এগিয়ে চললাম সন্তর্পণে
আমার অপেক্ষমান গন্তব্যের দিকে।


@স্বরূপা দত্ত