রাতের আঁধারে আমার শহর যেন
মায়াবিনী এক রহস্যময় নারী
দিনের আলো অস্তমিত হলে
সেই নারীর অবগুণ্ঠন খসে পড়ে
প্রকট হয় তার নির্লজ্জ রূপ
তখন সে হয়ে উঠে
এক ভিন্নরূপী মানবী।
পাতা হয় সম্মোহনের  মায়াজাল
রাত জাগা পাখিরা চুম্বকের ন্যায়
সেই নারীর শরীরের পেলবে আকৃষ্ট হয়ে
ধরা দেয় তার বিছানো জালে।
রাত্রির গাঢ় কালো কালি দিয়ে
বাহারি ঝারবাতির নীচে
আঁকা হয় নানারকম নকশা
লেখা হয় নিষিদ্ধ নতুন অধ্যায়
সাক্ষী থাকে  চাঁদ ও তারাগুলো।
দিনের আলো ফুটলে সেই পাখিরা
ফিরে যায় তাদের নীড়ে
চেনা শহরের বুকে সূর্যের আলোয়
ঢাকা পড়ে যায় তাদের কলঙ্ক।


আবার একটি রাত্রি আসে.......