মোহাচ্ছন্ন আবেগী মন
একটু ভালোবাসা ভিক্ষা করিবারে
কণ্টকময় পথ ধরে
কাঙালী বেশে ঘুরে দ্বারে দ্বারে ।


পথিক যদিও বা কেউ
একটুকরো ভালোবাসা দান করে
কাঙালীর ঝোলায় সেই হীরে
বালুকণা হয়ে ঝরে।


নিয়তির এই অযাচিত পরিহাস
সহিতে না পেরে
ভালোবাসা শূন্য ঝোলা ফেলে
কাঙালী মন মৃত্যু বরণ করে।