কেমন আছিস তোরা
-----------------------------
কেমন আছিস তোরা
বড্ড জানতে ইচ্ছে করে।
সেই তো চারদেওয়ালের মধ্যে
লাটিমের মতো ঘুরপাক খাচ্ছিস
দিনের পর দিন।
জানি বন্ধ ঘরে তোদের শ্বাসকষ্ট হচ্ছে
অক্সিজেনের অভাব,
ছাদে গিয়ে একচিলতে আকাশ
প্রানপনে হাতের মুঠোয় ধরার চেষ্টা
বোহেমিয়ান মন কি আর তৃপ্তি পায়!!
তোদের জন্য তো ছিল আস্ত একটা পৃথিবী
আকাশ,  বাতাস, জল,  মাটি
সবেতেই ছিল তোদের অবাধ বিচরণ---
তবে কেন এই বন্দী জীবন।
নাচ,  গান,  ছবি আঁকা
একা একা ---একঘেয়েমি
কত আর কত।
স্কুলের দরজা বন্ধ হয়ে
মোবাইল হল স্কুল
সকাল থেকে বিকেল
অনলাইন ক্লাসের চলে ধুম।
পাচ্ছিস কি সেই আনন্দ?
যা পেতিস বন্ধুদের পাশে বসে,
টিচারের সাথে মিলে খেলাচ্ছলে
আওড়াতিস সব পাঠ
আবার বন্ধুদের সাথে দাপাদাপি করতিস
আস্ত খেলার মাঠ।
আর টিফিন শেয়ার----সে যে কত আনন্দ
সব ছাড়িয়ে তোদের করল ঘরে বন্ধ,
তোদের আবার 'সোশাল ডিস্টান্স'!
বড্ড বেমানান, তাই না রে?
বন্দী দশা, খুব কষ্ট পাচ্ছিস
ছট্ ফট্ করছিস
প্রজাপতিদের কি খাঁচায় মানায়!
তোদের না পেয়ে ফুলের বাগান
শোভা হারাচ্ছে, ফুসফুসে জং ধরেছে।
এ যেন গল্পে পড়া সেই 'সেলফিশ জায়েন্ট'
করোনা কি তাহলে সেই রাগি জায়েন্ট!
দরজার বাইরে টাঙ্গিয়েছে
মস্ত একটা নোটিস বোর্ড
"ট্রেসপাসার্স উইল বি প্রোসিকিউটেড"!!
ছোট্ট শিশুদের না পেয়ে
রাক্ষসের বাগান যেমন শ্মশান হয়েছিল
তোদের ছোঁয়া না পেয়ে
সবুজ পৃথিবী ও ধূসর হচ্ছে।
তাই বড্ড জানতে ইচ্ছে করে
কেমন আছিস তোরা।
----------------*****------------------