শ্রাবণধারার বিষন্নতা কাটিয়ে স্নিগ্ধ বাতাস
মেঘের ভেলায় বয়ে আনে শরতের আগমন বার্তা
সুসংবাদে মনে জাগে নতুন আশার আলো
হ্নদ আঙ্গিনায় ফুটে উঠে হাজার শিউলি ফুল।


বুনো ফুলের মধুর মিষ্টি গন্ধে মাতাল হয়ে
স্বপ্নের প্রজাপতিরা রঙ্গিন ডানা মেলে উড়ে বেড়ায়
সাদা মেঘপুঞ্জ কাশবনে সোনালী আলোর স্পর্শ
রোমাঞ্চ জাগায় দেহের রন্ধ্রে রন্ধ্রে।


জোৎস্না রাতের আলোর বন্যায় সিক্ত হয়ে
নিভৃতে বসে থাকি অভিসারিণী রাধিকা বেশে
প্রেমময় মোহাচ্ছন্ন উৎসবমুখর রাতে
প্রানভোমরা গেয়ে উঠে সুরেলা গান।


ক্ষণিকের আবেগঘন মিলন পিপাসায় অভাগিনী ভুলে যায়
শরতের শেষলগ্নে যে বাজবে বিসর্জনের করুন সুর।


*স্বরূপা দত্ত *