করোনাকাল
----------------
অদৃশ্য এক জীব এসে
করল জীবন ছারখার
সরল জীবন গরল হল
তার দাপটে জেরবার।


পাপের ঘড়া উপছে পড়ায়
বিধাতা হলেন বিরক্ত
মানুষদের করলেন গৃহবন্দী
পশুরা হল মুক্ত।


উৎকষ্ট এখন হলেন নিকৃষ্ট
নিকৃষ্টরা উৎকৃষ্ট
এতদিনের চেনা ফর্মুলা হারিয়ে
মানবজাতির মনে কষ্ট।


বিজ্ঞানের পর্বত শৃঙ্গ ছোঁয়ার
সব অহংকার হল চূর্ণ
করোনা নামক ক্ষুদ্রজীবকে
বধ করাই রইল অপূর্ণ।


মানুষ এখন আতঙ্কে
শুধু করছে দিনযাপন
ভাবছে,  কখন করোনা এসে
ছিনিয়ে নেয় তাদের জীবন।
-------*---------*--------*-------
*আমার সকল মুসলিম ভাই ও বোনদের জানাই ঈদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।