মেরা নম্বর কব আয়েগা
---------------------------------
মুখোশের আড়ালে ভীরু দুটো চোখ
অন্ধকারে ফসফরাসের মত জ্বলছে
কপালে চিন্তার ভাঁজ,
অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখে নিচ্ছে তার পরিনতি।


মানব শক্তি ইথারের মত উবে যাচ্ছে
পরাজিত হয়ে খোলসে আশ্রয় নিয়েছে।


ধু ধু মাঠ জুড়ে শুধুই শ্মশানপুরি
অবিন্যস্ত কতগুলি লাশ,  অনাদরে শায়িত
একটা লোক ও নেই দাহ করবার
শকুনগলো খুবলে খাচ্ছে তাজা মাংস।


আমাদের হাতে বপন করা রক্তবীজ
নীল গ্ৰহকে করেছে আজ লাল
আমরাই তিল তিল করে গড়েছি আমাদের সমাধি
এখন দেখছি আমাদের মৃত্যুর লাইভ শো!!


আকাশের চাঁদ ধরবার অদম্য প্রচেষ্টায়
পায়ের তলার মাটি ক্রমশ সরে যাচ্ছে
সামনে গভীর খাঁদ
তলিয়ে যাচ্ছে আমাদের মেরুদন্ড -----শ্রমিক।


কাশা-ঘন্টা,  প্রদীপের আলো ছাপিয়ে
মৃত্যু ঘন্টার ধ্বনি শোনা যাচ্ছে ,
অহংকার ভেসে যাচ্ছে কান্নার স্রোতে
খড় কুটো আগলে বসে আছি
আর ভাবছি-------মেরা নম্বর কব আয়েগা !!
--------------------------------------------