আমার ধ্রুবতারা
---------------


আমি হতে চাইনি তোমার কাব্যের কাঙ্ক্ষিত প্রেয়সী
যার প্রেম-বিরহের কথা ঝড়বে তোমার কলম থেকে।
তোমার হ্নদ বাগিচার গোলাপ হবো!
সেই স্পর্ধাও ছিল না আমার।
তোমাকে হারাবার ভীতি
কাছে যাবার সাহস জোগায়নি।
আমি যে সুদূর প্রান্তে বসে
রাতের আকাশে তাকিয়েছি অপলক,
প্রানভরে দেখেছি আমার ধ্রুবতারাকে।
পিয়াসী,তাই দূর থেকেই তার আলো
আকন্ঠ পান করেছি---
যেমন করেছি তোমার কবিতাকে, ভালোবেসে!